গভীর নলকূপ থেকে উদ্ধার সাজিদের জানাজা সম্পন্ন; ‘আমার একটা কলিজা হারিয়েছি’ বললেন বাবা

সাজিদের বাবা বলেন, আমি চাই যার খোঁড়া নলকূপের গর্তে পড়ে সাজিদ মারা গেছে তার শাস্তি হোক। কারণ তার অবহেলার কারণে সাজিদের মৃত্যু হলো।