গভীর নলকূপ থেকে উদ্ধার সাজিদের জানাজা সম্পন্ন; ‘আমার একটা কলিজা হারিয়েছি’ বললেন বাবা
রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত থেকে উদ্ধারকৃত সাজিদের জানাজা সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তানোরের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের মাঠে তার জানাজা সম্পন্ন হয়। জানাজায় আশেপাশের গ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে সকাল থেকেই আশেপাশের গ্রাম থেকে নানা বয়সি বিভিন্ন সংখ্যক মানুষ সাজিদের বাড়িতে উপস্থিত হতে শুরু করে। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রিয় সাজিদকে হারিয়ে তার বাড়িতে চলছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েন নানা বয়সি মানুষজন।
জানাজায় অংশ নিয়ে সাজিদের বাবা রাকিব তার ছেলের জন্য সবার কাছে দোয়া চান এবং দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে শোকে বিহ্বল হয়ে সাজিদের বাবা বলেন, আমার একটা কলিজা হারিয়েছি। গোটা পৃথিবী থাকলেও আমার সাজিদকে আর পাবো না। আমি চাই যার নলকূপের গর্তে পড়ে সাজিদ মারা গেছে তার শাস্তি হোক। কারণ তার অবহেলার কারণে সাজিদের মৃত্যু হলো।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পুরো দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমায় সাজিদ। রাত ৯টা ৫ মিনিটের দিকে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তের ৫০ ফুট গভীর থেকে মাটি খুঁড়ে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে গত বুধবার দুপুর একটার দিকে মায়ের সাথে বাড়ির পাশে বিলে যাওয়ার সময় পিছন থেকে পরিত্যক্ত গভীর নকল কূপের গর্তে পড়ে যায় দুই বছরের সাজিদ। এরপর থেকে তাকে উদ্ধারে কাজ শুরু করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। অবশেষে টানা ৩২ ঘণ্টার অক্লান্ত পরিশ্রমের পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তারা।
