সংকটময় এক সপ্তাহ: বর্ধিত মাশুল, ভয়াবহ আগুনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাণিজ্য শৃঙ্খল
গত কয়েকদিন ধরে এক দুর্বিষহ সময় পার করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা, একের পর এক আঘাতে কেঁপে উঠেছে দেশের বাণিজ্য খাত। ফলে ইতোমধ্যেই চাপের মুখে থাকা রপ্তানি–আমদানির শৃঙ্খল আরও নাজুক অবস্থায় পড়েছে।
