ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিকশার ধর্মঘট প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর দাবি মেনে নেওয়ার আশ্বাসে টানা তিনদিন ধরে চলা অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় সিএনজি চালিত অটোরিকশা পরিবহণ মালিক সমিতি। এর ফলে আজ বুধবার (৩০ জুলাই) সকল থেকে জেলায় সিএনজি অটোরিকশা চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে পুলিশি হয়রানি বন্ধসহ তিন দফা দাবিতে গত ২৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেন সিএনজি চালিত অটোরিকশা মালিক ও চালকরা। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সিএনজি অটোরিকশার চলাচল বন্ধের সুযোগে বাড়িতি ভাড়া নেয় অন্যান্য যানবাহনগুলো।
এ বিষয়ে জানতে চাইলে জেলা সিএনজি চালিত অটোরিকশা পরিবহণ মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান জানান, গতকাল রাত সাড়ে ১০টায় সদর থানায় পুলিশের সঙ্গে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুলিশ জানিয়েছে পর্যায়ক্রমে তাদের হাতে আটক সকল সিএনজি অটোরিকশাগুলো ছেড়ে দেবে। অন্যান্য দাবিগুলোও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এজন্য চলমান ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া তিনদিনের ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগের কারণে দুঃখ প্রকাশ করেন তিনি।