হাদি হত্যাকাণ্ড: হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাদির হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজ জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীতে কফিন মিছিল করেন জুলাই আন্দোলনের নেতা-কর্মীরা। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে 'জুলাই ঐক্য চট্টগ্রাম'র ব্যানারে মিছিলটি বের করা হয়।
মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন। তারা 'ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ', 'সাঈদ হতে হাদি, আজাদী আজাদী', 'আবরার হতে হাদি, আজাদী আজাদী', 'আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো', 'তুমি কে আমি কে, হাদি হাদি''দিল্লী না ঢাকা, ঢাক ঢাকা' ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে জুলাই ঐক্য চট্টগ্রামের সংগঠক ও বৈষম্যবিরোধী আন্দোলন চট্টগ্রাম কলেজের সাবেক সমন্বয়ক ইবনে হোসাইন জিয়াদ বলেন, এই ভারতীয় আধিপত্যবাদ এবং গুম, খুন, সন্ত্রাস, আওয়ামী লীগ, হাসিনাকে ফেরত আনাসহ তার মৃত্যুদণ্ড কার্যকর না করা পর্যন্ত আমরা রাজপথে থাকব।
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলাম ও ছাত্র-জনতার বিক্ষোভ
আজ জুমার নামাজের পর শহরের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। একই সময় শহরের কান্দিপাড়া এলাকা থেকে মিছিল বের করে হেফাজতে ইসলাম। মিছিল দুটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে কাউতলি বাসস্ট্যান্ডের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, সহ সভাপতি মাওলানা বুরহান উদ্দীন কাসেমী প্রমুখ।
তারা বলেন, শরিফ ওসমান হাদি তার জীবন বিসর্জন দিয়ে জুলাইয়ের চেতনাকে রেখে গেছেন। সেই চেতনাকে ধারণ করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জুলাই যোদ্ধারা লড়াই করে যাবে।
এ সময় তারা হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মুন্সীগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
এদিকে মুন্সীগঞ্জে বিক্ষোভ থেকে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ জুমার নামাজের পর পুরাতন কাচারি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে জুলাই শহীদ পরিবারের সদস্য, এনসিপির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বক্তব্য দেন। তারা হামলাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন।
সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ
হামলাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ হয়েছে সাতক্ষীরায়। আজ দুপুরে শহরের আসিফ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
বিক্ষোভ মিছিলটি নিউমার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি খোরশেদ আলম, ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান, সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার আহ্বায়ক আরাফাত হোসেন প্রমুখ।
তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আধিপত্যবাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আওয়ামী সন্ত্রাসীরা ওসমান হাদিকে হত্যা করেছে। হত্যাকারীদের গ্রেফতার ও বিচার করতে হবে।
প্রতিবেদনে তথ্য দিয়েছেন আমাদের চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, সাতক্ষীরা ও মুন্সীগঞ্জ প্রতিনিধি।
