মারা গেছেন শরিফ ওসমান হাদি, শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে মরদেহ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি (৩৩) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে লেখা হয়, 'ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।'
সিঙ্গাপুর থেকে শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে রওনা হবেন তার স্বজনরা। সন্ধ্যা ৬টার দিকে তারা বাংলাদেশে অবতরণ করবেন। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার সিঙ্গাপুরেই হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। ঢাকায় শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে বাদ জোহর তার জানাজা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) ওসমান হাদির মাথায় রাজধানীর বিজয়নগর এলাকায় গুলি করে দুর্বৃত্তরা।
এরপর তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে ঐ রাতেই এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানেই মৃত্যুবরণ করেন তিনি।
