হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দিতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবন অভিমুখে ছাত্রদল
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের এবং ঘটনার নেপথ্যের পরিকল্পনাকারীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি দিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বাসভবন অভিমুখে যাত্রা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে সংগঠনটির নেতা-কর্মীরা। কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও মহানগর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা অংশ নেন।
এর আগে বিকাল ৩টা থেকে শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হতে শুরু করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় তারা 'আমার ভাই কবরে', খুনি কেন ভারতে', 'হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না', 'রাজপথের হাদি ভাই, আমরা তোমায় ভুলি নাই', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'হত্যা করে আমাদের, দমানো যাবে না'সহ বিভিন্ন স্লোগান দেন।
