বেতন বৃদ্ধির শর্তে রাজশাহীতে বাসশ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

যাত্রীভোগান্তি বিবেচনায় নিয়ে রাজশাহীর পরিবহনশ্রমিকেরা তাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে রাজশাহী-ঢাকা পথে বাস চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
তবে সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির জন্য তিন দিন এবং চালকদের বেতন বাড়ানোর জন্য এক মাসের সময় বেঁধে দিয়েছেন শ্রমিকেরা।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীতে পরিবহনমালিকদের সঙ্গে বৈঠক শেষে শ্রমিকনেতা জিয়াউর রহমান এ ঘোষণা দেন। এরপর সন্ধ্যা থেকেই বাস চলাচল শুরু হয়।
তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবিগুলো মেনে না নেওয়া হলে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। তিনি জানান, আপাতত বাসের সুপারভাইজারের ভাড়া ১০০ টাকা এবং সহকারীর ভাড়া ৫০ টাকা বাড়ানোর আশ্বাসে ধর্মঘট তুলে নেওয়া হয়েছে। এতে যাত্রীদের সাময়িক দুর্ভোগের অবসান হলো।
এর আগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বেতন বাড়ানোর বিষয় নিয়ে দ্বন্দ্বের জেরে মালিকপক্ষ হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়। টানা চার দিন পর সোমবার মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহার হলেও শ্রমিকদের একাংশ সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বাস চলাচল বন্ধ রাখেন।
মঙ্গলবার সকালে শিরোইল বাসস্ট্যান্ড থেকে কয়েকটি বাস ছাড়ার চেষ্টা করা হলে শ্রমিকেরা তা আটকে দেন। ন্যায্য বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে তারা সোমবার রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন।
শ্রমিকদের অভিযোগ, একই পথে চলাচলকারী অন্য পরিবহনের মতো তারা সমান সুবিধা পাচ্ছেন না। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে ঘোষণা দিয়েছিলেন তারা।
চলতি মাসে বেতন ও অন্যান্য সুবিধা বাড়ানোর দাবিতে চালক, সুপারভাইজার ও সহকারীরা এর আগেও দুই দফা বাস চলাচল বন্ধ রেখেছিলেন।
এ বিষয়ে রাজশাহীর দেশ ট্রাভেলসের ব্যবস্থাপক মাসুদ হোসেন বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর তারা সন্ধ্যা থেকে বাস চালানো শুরু করেছেন।