রাজশাহীতে বাড়তি বেতন দেবেন না মালিকরা; দ্বিতীয় দিনের মতো বন্ধ ঢাকাগামী বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা

শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আজও বন্ধ রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে চলাচলকারী ঢাকাগামী বাস। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেন মালিকরা। টানা দুই দিন বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
আজ শনিবার সকালেও রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ডে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন যাত্রীরা। তারা দুর্গাপূজার আগে এভাবে বাস বন্ধ করে দেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্প্রতি শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করলে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক ও মালিকপক্ষের বৈঠকে চালক, সুপারভাইজার ও সহকারীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হয়। আলোচনা অনুযায়ী চালকের বেতন ট্রিপ প্রতি ১২৫০ থেকে বাড়িয়ে ১৭৫০, সুপারভাইজারের ৫০০ থেকে ৭৫০ এবং সহকারীর ৪০০ থেকে ৭০০ টাকা করার কথা ছিল শুক্রবার থেকে। কিন্তু বাস্তবায়নের আগের রাতেই মালিকরা হঠাৎ করে বাস বন্ধ করে দেন।
হাফিজুর রহমান নামের এক যাত্রী বলেন, 'গত মঙ্গলবার দেশ ট্রাভেলসের একটি টিকিট কাটা হয়েছিল আজকে ঢাকা যাবার জন্য। কিন্তু শুক্রবার কাউন্টার থেকে ফোন করে টিকিট ফেরত নেওয়ার জন্য বলা হয়। পরে অনেক কষ্টে একতা পরিবহনের একটি টিকিট ম্যানেজ করে ঢাকা যাচ্ছি। বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।'