রামপুরায় মারধরের শিকার হিরো আলম, পড়ে ছিলেন রাস্তায়

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম রামপুরায় হামলার শিকার হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত তাকে মারধর করে সড়কে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজধানীর মুগদা হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, "আমরা খবর পেয়েছি, অজ্ঞাত কিছু ব্যক্তি আফতাবনগরের শেষ প্রান্তে হিরো আলমকে মারধর করেছে।"
তিনি আরও বলেন, "জানতে পেরেছি, তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে আমাদের দুটি টিম পাঠানো হয়েছে।"