এআই এর দাপটে যেভাবে গুরুত্ব হারাচ্ছে চাকরির কভার লেটার

আগে কিছু কভার লেটারে বিশেষ যত্ন দেখা যেত, যা থেকে ভালো কর্মী চেনা যেত। তাই তখন সব চিঠি মন দিয়ে পড়া হতো। কিন্তু এখন সব চিঠিতেই কৃত্রিম ‘চেষ্টা’ বা ‘আবেগ’ দেখা যায়। ফলে এগুলোর আলাদা কোনো গুরুত্ব আর নেই।