দেশভাগের পর পাকিস্তানে ফিরছে সংস্কৃত ভাষা, রয়েছে গীতা-মহাভারত নিয়ে গবেষণার পরিকল্পনাও
এলইউএমএস-এর গুরুমানি সেন্টারের পরিচালক ড. আলী উসমান কাসমি বলেন, এই অঞ্চলে সংস্কৃতের যে সংগ্রহ রয়েছে, তার মধ্যে পাকিস্তানের সংগ্রহ অন্যতম ও সমৃদ্ধ। কিন্তু এখানেই এসব সবচেয়ে কম-আলোচিত হয়েছে।
