ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন হলসহ ডাকসু ভবনের প্রবেশপথে পাকিস্তানের পতাকা পদদলিত
পাকিস্তান ও রাজাকারদের প্রতি ঘৃণা প্রদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের প্রবেশপথের সামনে মেঝেতে ও তিনটি হলের প্রবেশপথের মেঝেতে পাকিস্তানের প্রতীকী পতাকার ওপর হেঁটেছেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।
গতকাল রোববার থেকে শুরু করে আজ সোমবার দিনের বিভিন্ন সময়ে ডাকসু ভবন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও বিজয় একাত্তর হলের প্রবেশপথের মেঝেতে এসব স্টিকার লাগানো হয় বলে জানা গেছে।
স্টিকারগুলোতে 'নো কম্প্রোমাইজ উইথ রাজাকার' এবং 'রাজাকারের দুই গালে, জুতা মারো তালে তালে'সহ বিভিন্ন স্লোগান লেখা ছিল।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের মূল ফটকের সামনে স্টিকার লাগান হল শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য কারিব চৌধুরী।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে সোমবার রাতে বলেন, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এই বাংলাদেশ, তাদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতেই আমাদের এই উদ্যোগ। একইসাথে এর মাধ্যমে আমরা রাজাকারদের ও পাকিস্তানি বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ করছি।
