মালিঙ্গা থেকে কলকাতা, মাশরাফি থেকে হামজা; সবার প্রার্থনায় তামিম

ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচ খেলতে নামার আগে হার্ট অ্যাটাক করে হাসপাতালে যাওয়া তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বেশ কিছুক্ষণ থাকার পর অভিজ্ঞ এই ব্যাটসম্যানের জ্ঞান ফেরে, ডাকে সাড়া দিতে থাকেন। তবে চিকিৎসকদের বক্তব্য, ২৪ ঘণ্টার আগে শঙ্কামুক্ত বলার সুযোগ নেই।
দেশসেরা ব্যাটসম্যানের অসুস্থতার খবরে তার সতীর্থ থেকে শুরু করে দেশি-বিদেশি অনেক খেলোয়াড় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স থেকে শুরু করে ফুটবল তারকা হামজা চৌধুরী, শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা, ভারতের যুবরাজ সিং, বাংলাদেশ সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, জাতীয় দলের সাবেক সতীর্থ তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজসহ অনেকেই তামিমের সুস্থতায় দোয়া প্রার্থনা করেছেন।
কদিন আগে বাংলাদেশ ফুটবল দলে যোগ দেওয়া হামজা এক ভিডিও বার্তায় বলেছেন, 'আমার স্বদেশি তামিম ইকবালের অসুস্থতা সম্পর্কিত সংবাদ দেখে আমার খুবই খারাপ লেগেছে। তামিম ও তামিমের পরিবারের জন্য আমার শুভকামনা রইলো। ইনশাআল্লাহ তামিম ভালোভাবেই সেরে উঠবেন।
মাশরাফি লিখেছেন, 'তোর কাছে যেতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাআল্লাহ।' লঙ্কান সাবেক পেসার মালিঙ্গা লিখেছেন, 'তামিমের দ্রুত এবং পুরোপুরি সুস্থতা কামনা করছি! মাঠে যেমনটা তুমি সব সময় করেছ, ঠিক তেমনই লড়াই চালিয়ে যাও।'
ভারতের ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার যুবরাজ শুভ কামনা জানিয়ে লিখেছেন, 'তামিম ইকবাল এবং তার পরিবারের জন্য আমার প্রার্থনা এবং শুভ কামনা। তুমি আগেও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছো এবং আরও শক্তিশালী হয়ে ফিরেছো, এবারও ব্যতিক্রম হবে না। তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।'
কলকাতা নাইট রাইডার্স তাদের পোস্টে লিখেছে, 'দ্রুত সেরে ওঠো, তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।' ভারতের সাবেক ব্যাটসম্যান মনোজ তিওয়ারি বন্ধুর জন্য করা প্রার্থনায় লিখেছেন, 'এই লড়াইটা তোমায় জিততেই হবে বন্ধু, একেবারে ট্রেডমার্ক তামিম ইকবাল স্টাইলে! প্রার্থনা। দ্রুত সুস্থ হয়ে ওঠো।'
তামিমের জন্য দোয়া চেয়ে বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ লিখেছেন, 'সাভার বিকেএসপিতে ম্যাচ চলাকালীন তামিম ভাই গুরুত্বর অসুস্থ হয়ে পড়েন, তার অবস্থা আরও খারাপ হয়েছে। সবাই এই কঠিন সময়টায় তার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।'
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন।'
সৌম্য সরকারের পার্থনা, 'দ্রুত আপনার সুস্থতা কামনা করছি তামিম ভাইয়া।' বাঁহাতি পেসার শরিফুল ইসলাম দোয়া প্রার্থনা করে লিখেছেন, 'তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।'