তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত
তামিমকে আউট করেন আসিথা ফার্নান্দো

প্রথম ম্যাচে হাফ সেঞ্চুরি করা তানজিদ হাসান তামিম এদিন সস্তায় ফিরেছেন, মাত্র ৭ রানে আউট হন তিনি। তবে শুরুটা ছিল ইতিবাচক—প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ৬৫ রান।
তামিমকে আউট করেন আসিথা ফার্নান্দো। অফ স্টাম্পের বাইরের ধীরগতির একটি ডেলিভারিতে ব্যাট ছুঁইয়ে ক্যাচ তুলে দেন তিনি।
তবে পারভেজ হোসেন ইমন (৩৭*) এবং নাজমুল হোসেন শান্ত (১২*) ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেন এবং রানরেটও ঠিক রাখেন।