বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল

সাবেক বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, তিনি যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অংশ নিতেন, তাহলে তিনি 'নিঃসন্দেহে' জিততেন।
আজ (৮ অক্টোবর) ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, 'আমার বিষয়ে তো কম বেশি আপনাদের আইডিয়া আছে। আপনারা কী মনে করেন, ১৫টা ক্লাব থাকুক আর না থাকুক— আমি যদি নির্বাচনে দাঁড়াতাম, আমার জন্য কেউ ভোট করতো না? আমার জন্য বাস ধরা বা বাস না ধরার অপশন ছিল না।'
তিনি বলেন, 'আমার জন্য যেটা ইমপর্ট্যান্ট ছিল, একটা ফেয়ার ইলেকশন হওয়া- সবার জন্য। আমি গ্যারান্টি দিয়ে বললাম, আমি যদি ইনডিভিজ্যুয়ালি দাঁড়াইতাম, আমার পক্ষে কোন টিম আছে বা আমার বিপক্ষে কোন টিম আছে— তারপরও আমি ইজিলি পাস করতাম। এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না।'
সম্প্রতি বিসিবি নির্বাচন থেকে সরে দাড়ানোর সিদ্ধান্ত নেন তামিম। তিনিসহ অন্তত এক ডজন প্রার্থী অভিযোগ করেন, সরকার নির্বাচনে হস্তক্ষেপ করেছে, এ কারণেই তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান।
বিএনপি নেতা আমিনুল হক অভিযোগ করেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রার্থীদের ভয়ভীতি দেখিয়ে নিজের পক্ষে কাজ করিয়েছেন। তবে এ অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেননি ওই উপদেষ্টা।
নির্বাচনের আগে আদালত তৃতীয় বিভাগ বাছাই ক্রিকেট থেকে উঠে আসা বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করলেও, ভোটের আগমুহূর্তে সেই আদেশ প্রত্যাহার করা হয়।
সোমবার রাতে আমিনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সভাপতি নির্বাচিত হন। সহ-সভাপতি পদে শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হন।
তামিম ও অনেক সংগঠকের মতে, এটি কোনো নির্বাচন ছিল না, বরং এক ধরনের প্রহসন।
সংবাদ সম্মেলনে সংগঠকরা জানিয়েছেন, তারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের লিগ ও বিভাগীয় ক্রিকেট বর্জন করবে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান বলেন, 'আমরা অবৈধ সভাপতিকে মেনে নিচ্ছি না। এ নিয়ে আলোচনার কিছুই নেই।'
তামিমও আয়োজকদের হতাশার সঙ্গে একমত হয়ে ভোটিং পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি বলেন, 'যখন সবাই উপস্থিত, তখন ই-ভোটিংয়ের কী দরকার? ৪৩ ভোটের মধ্যে ৩৪টি দেওয়া হয়েছে ইলেকট্রনিকভাবে। এমনকি প্রার্থীরাও এভাবে ভোট দিয়েছেন। এর প্রয়োজন কী?'
ক্রিকেট বর্জন করলে তা ক্রিকেটারদের আর্থিক সংকটে ফেলবে কি না- এ প্রশ্নের জবাবে তামিম বলেন, 'অবশ্যই হবেন। তবে এটা যারা নির্বাচন করেছে তাদের চিন্তা করা উচিত ছিল।'