বিসিবি নির্বাচনে এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠির কার্যক্রম স্থগিত হাইকোর্টের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পাঠানো চিঠির কার্যক্রম ১৫ দিনের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
একই সঙ্গে ওই চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
এর আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের পক্ষে টাঙ্গাইলের তপন, লক্ষীপুরের কামরুল, গোপালগঞ্জের খসরু ও রাজবাড়ীর দুলাল বাদী হয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন।
গত ১৮ সেপ্টেম্বর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জেলা ও বিভাগের এডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে চিঠি দেন।
চিঠিতে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র (সংশোধিত ২০২৪) অনুযায়ী একটি সাধারণ পরিষদ গঠন এবং পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৫ আয়োজনের লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার (ক্যাটাগরি-১) 'কাউন্সিলর' মনোনয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে বিসিবির পক্ষ থেকে গত ১ সেপ্টেম্বর রেজিস্ট্রার্ড ডাকযোগে এবং ২ সেপ্টেম্বর কুরিয়ারযোগে প্রতিটি বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি/আহ্বায়ক বরাবর বিজ্ঞপ্তি, মনোনয়ন ফরম ও গঠনতন্ত্রের কপি পাঠানো হয়।
পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১১ সেপ্টেম্বর বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়, যাতে তারা কাউন্সিলর মনোনয়ন প্রদানের ক্ষেত্রে জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত বিসিবির গঠনতন্ত্র (সংশোধিত ২০২৪)—বিশেষ করে অনুচ্ছেদ ৯.১ এর (ক) ও (খ)—যথাযথভাবে অনুসরণ করেন।