সাকিবের দারুণ শেষ মুহূর্তের ইনিংসে ব্যাটিং ধসের পর বাংলাদেশের সংগ্রহ ২৪৮

শেষ দিকে তানজিম হাসান সাকিবের ঝড়ো ইনিংসের সুবাদে বাংলাদেশ আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪৫.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৮ রান করতে সক্ষম হয়।
শেষ উইকেটে পেসার তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান মিলে ৩০ রানের জুটি না গড়লে টাইগারদের সংগ্রহ আরও অনেক কম হতে পারত। ২১ বলে অপরাজিত ৩৩ রান করেন সাকিব, ইনিংসটি সাজানো ছিল দুইটি চার ও দুইটি ছক্কায়। অন্যদিকে, সাত বল খেলেও মুস্তাফিজ কোন রান করতে পারেননি।
আরও একবার ব্যাটিং ধসের মুখে পড়ে পথ হারায় বাংলাদেশ। মাত্র ২৪ রানে হারায় চারটি উইকেট। তবে শেষ দিকে সাকিবের ঝলকেই কিছুটা লড়াকু সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় দলটি।
প্রথম ম্যাচেও একই ভেন্যুতে মাত্র পাঁচ রানে সাত উইকেট হারিয়ে ৭৭ রানে হারতে হয় বাংলাদেশকে। সেই ব্যর্থতার ধারাবাহিকতা দেখা গেল আজকের ম্যাচেও—যেখানে ব্যাটসম্যানরা শুরুটা ভালো করেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
এর আগে বাংলাদেশ বেশ কয়েকটি জুটি গড়লেও, কোনো ব্যাটারই নিজের ইনিংসকে বড় করতে পারেননি—যা সব ফরম্যাটেই টাইগারদের একটি পুরনো সমস্যা।
ওপেনার পারভেজ হোসেন ইমন ৬৯ বলে ৬৭ রান ও তৌহিদ হৃদয় ৬৯ বলে ৫১ রান করে ফিফটি পূর্ণ করেন, তবে এরপরই ছন্দপতন ঘটে।