আসিফ মাহমুদের হাদি সংক্রান্ত পোস্টে ‘গণ-রিপোর্ট’, ফেসবুক পেইজ সরিয়ে ফেলার অভিযোগ
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং ঢাকা-১০ আসনের সম্ভাব্য প্রার্থী আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, অনেক বেশি রিপোর্ট করায় আজ (২৬ ডিসেম্বর) তার অফিসিয়াল ফেসবুক পেইজটি মেটা সরিয়ে দিয়েছে।
ভেরিফায়েড ওই পেইজটিতে তিন মিলিয়নের বেশি ফলোয়ার ছিল। অভিযোগ অনুযায়ী, ইনকিলাব মঞ্চের নেতা প্রয়াত শরীফ ওসমান হাদিকে নিয়ে করা একাধিক পোস্টে কপিরাইট স্ট্রাইক ও গণ-রিপোর্ট পড়ার পর পেইজটি অপসারণ করা হয়।
আজ বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আসিফ।
আসিফ লেখেন, 'ওসমান হাদি ভাইকে নিয়ে করা সব পোস্ট ও ভিডিওতে সমন্বিতভাবে রিপোর্ট ও স্ট্রাইক দেওয়ার পর আমার অফিসিয়াল পেইজটি [৩০ লাখের বেশি ফলোয়ারসহ] সরিয়ে দেওয়া হয়েছে।'
সাবেক ক্রীড়া উপদেষ্টা দাবি করেন, তার বিরুদ্ধে এই রিপোর্টিং ক্যাম্পেইনটি একাধিক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সংগঠিত করা হয়েছিল। সেখানে তার পোস্ট ও ভিডিওর লিংক শেয়ার করে তিনি যাকে 'গণ স্ট্রাইক' বলেছেন, তা কার্যকর করা হয়।
তিনি আরও বলেন, 'হাদি ভাইকে নিয়ে আমি যে তিনটি ভিডিও পোস্ট করেছিলাম, সেগুলোর সবকটিতেই স্ট্রাইক দেওয়া হয়েছে।'
এ ছাড়া আসিফ মেটার পক্ষ থেকে পাঠানো একটি নোটিফিকেশনের স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, 'উই রিমুভড ইয়োর পেইজ'—কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের অভিযোগে। বর্তমানে আসিফ মাহমুদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেইজটি সার্চ করেও পাওয়া যাচ্ছে না, যা নিশ্চিত করে যে পেইজটি আর প্ল্যাটফর্মে অ্যাক্সেসযোগ্য নয়।
