হাদির ওপর হামলা: সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ, তথ্য চায় পুলিশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে সন্দেহভাজন ওই ব্যক্তির ছবি প্রকাশ করে নাগরিকদের কাছে তথ্য চেয়ে অনুরোধ জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্তে ইনকিলাব কালচারাল সেন্টারের সিসিটিভি ফুটেজ, ঘটনাস্থলের ফুটেজ এবং প্রাপ্ত অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, ফুটেজে মোটরসাইকেলের পেছনে বসে গুলি করতে দেখা যাওয়া ব্যক্তিটির চেহারার সঙ্গে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের চেহারা মিলে যাচ্ছে। পুলিশ তাকেই এই হামলার মূল সন্দেহভাজন বলে মনে করছে।
গণমাধ্যমের পুরোনো প্রতিবেদন অনুযায়ী, এর আগেও ফয়সাল করিমের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। গত বছরের নভেম্বর মাসে রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির ঘটনায় তিনি র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। ওই সময় একাধিক মূলধারার সংবাদমাধ্যমে তার ছবিসহ খবর প্রকাশিত হয় এবং তিনি মামলার প্রধান আসামি ছিলেন। তবে এরপর তিনি কীভাবে জামিনে বা ছাড়া পেলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। এ ঘটনার পর থেকেই হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে এবং পুলিশ তাকে হন্য হয়ে খুঁজছে।
উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হয়েছে। ডিএমপি জানিয়েছে, সন্ধানদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং তাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।
তথ্য জানানোর যোগাযোগ নম্বর: ডিসি মতিঝিল: ০১৩২০০৪০০৮০; ওসি পল্টন: ০১৩২০০৪০১৩২; জাতীয় জরুরি সেবা: ৯৯৯
