সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক হার্ট অ্যাটাক করে হাসপাতালে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে আটক অবস্থায় হার্ট অ্যাটাক করেছেন।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় তার ছেলে আশিকুল হক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সিসিইউতে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় কারাগারের জেল সুপার এ কে এম মাসুম বলেন, 'সকাল ১১টার দিকে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়লে খায়রুলকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।'
গত ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে খায়রুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখান হয় এবং আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বি এম খায়রুল হক দেশের ১৯তম প্রধান বিচারপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় ও সংবিধান সংশোধনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগের মুখে ছিলেন। তিনি ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ হয়ে যায়।
খায়রুল হক অবসরে যাওয়ার পর ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৩ অগাস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন খায়রুল হক। এরপর তার বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের হয়।