অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে 'অবাঞ্ছিত' সংস্থা হিসেবে নিষিদ্ধ করল রাশিয়া

রাশিয়ার প্রসিকিউটর জেনারেল সোমবার (১৯ মে) জানিয়েছেন, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লিমিটেডকে 'অবাঞ্ছিত সংস্থা' ঘোষণা করে নিষিদ্ধ করা হয়েছে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনকে সমর্থন করে সংস্থাটি তাদের বিরুদ্ধে কাজ করছে।
১৯৬১ সালে প্রতিষ্ঠিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর লন্ডনে। সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার রক্ষায় কাজ করে।
প্রসিকিউটর জেনারেল এক বিবৃতিতে বলেন, অ্যামনেস্টির লন্ডন অফিস 'বিশ্বজুড়ে রুশবিরোধী কার্যক্রমের প্রস্তুতির কেন্দ্র'। সংস্থাটি ইউক্রেনের পক্ষে কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি। রাশিয়া বর্তমানে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে রয়েছে।
রাশিয়ার অভিযোগ, অ্যামনেস্টি যুদ্ধক্ষেত্রে সংঘাত আরও বাড়াতে চেষ্টা করছে। তারা 'ইউক্রেনীয় নব্য-নাৎসিদের অপরাধকে ন্যায্যতা দিচ্ছে, তাদের জন্য তহবিল বাড়ানোর আহ্বান জানাচ্ছে এবং আমাদের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা বাড়াতে কাজ করছে'।
রাশিয়ার কর্মকর্তারা প্রায়ই ইউক্রেনকে 'নব্য-নাৎসিদের' দ্বারা পরিচালিত বলে দাবি করে থাকেন। তবে ইউক্রেন, পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক মহল এই অভিযোগকে ভিত্তিহীন প্রচারণা হিসেবে দেখে।
অ্যামনেস্টির কাছে মন্তব্য চাওয়া হলেও তারা সঙ্গে সঙ্গে এ বিষয়ে কোনো জবাব দেয়নি।
রাশিয়া প্রায়ই এমন সংস্থাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করে, যেগুলোকে এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করে। এই তালিকাভুক্ত সংস্থার সঙ্গে কাজ করলে বা তাদের অর্থায়ন করলে রাশিয়ান নাগরিকদের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
পূর্বে যেসব সংস্থাকে 'অবাঞ্ছিত' ঘোষণা করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র সরকার-অর্থায়িত সম্প্রচারমাধ্যম আরএফই/আরএল এবং আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা গ্রিনপিস।