উ. কোরিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া-জাপানের নিরাপত্তা জোট গঠন নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি

উত্তর কোরিয়াকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে কোনো নিরাপত্তা অংশীদারিত্ব গঠনের বিষয়ে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
বর্তমানে উত্তর কোরিয়া সফরে রয়েছেন লাভরভ। দুই দেশের সামরিক ও অন্যান্য সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করতে মিত্র দেশটিতে সফর করছেন তিনি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় শহর ওনসানে পৌঁছান। সেখানে তিনি উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সান হুইয়ের সঙ্গে বৈঠক করেন।
সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে উত্তর কোরিয়া সৈন্য ও গোলাবারুদ সরবরাহ করছে। বিনিময়ে উত্তর কোরিয়া পাচ্ছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা। এতে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের উদ্বেগ বাড়ছে। দেশগুলোর ধারণা, রাশিয়া হয়তো এমন সংবেদনশীল প্রযুক্তি সরবরাহ করতে পারে, যার ফলে হয়তো উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ঝুঁকি আরও বাড়বে।
হুইয়ের সঙ্গে বৈঠকের পর আজ শনিবার লাভরভ যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তারা উত্তর কোরিয়াকে ঘিরে সামরিক শক্তি বৃদ্ধি করছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, এই সম্পর্ককে কাজে লাগিয়ে কারো বিরুদ্ধে পরিচালিত, বিশেষ করে রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে, কোনো জোট গড়ার বিষয়ে আমরা সতর্ক করছি।
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া এবং জাপান তাদের ত্রিপাক্ষিক সামরিক মহড়া সম্প্রসারণ বা পুনরায় শুরু করেছে। শুক্রবার এই তিন দেশ কোরীয় উপদ্বীপের কাছাকাছি অঞ্চলে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন মার্কিন বোমারু বিমানের অংশগ্রহণে একটি যৌথ বিমান মহড়া চালায়। সেদিনই তিন দেশের শীর্ষ সামরিক কর্মকর্তারা সিউলে বৈঠক করে উত্তর কোরিয়াকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টিকারী অবৈধ কার্যক্রম বন্ধ করার আহ্বান জানান।
উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন বড় সামরিক মহড়াগুলোকে আগ্রাসনের মহড়া হিসেবে দেখে আসছে। উত্তর কোরিয়া বরাবরই বলে আসছে, মার্কিন সামরিক হুমকি থেকে নিজেদের প্রতিরক্ষার জন্যই তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচির প্রয়োজন রয়েছে।
লাভরভ বলেন, উত্তর কোরিয়া কেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়, তা রাশিয়া বোঝে।
তিনি বলেন, 'উত্তর কোরিয়া যেসব প্রযুক্তি ব্যবহার করছে, সেগুলো তাদের নিজস্ব বিজ্ঞানীদের গবেষণার ফলাফল। আমরা উত্তর কোরিয়ার এই প্রচেষ্টাকে সম্মান করি এবং তাদের পারমাণবিক কর্মসূচির উন্নয়নের পেছনের কারণগুলো বুঝি।'
বৈঠকে হুই ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে 'নিঃশর্তভাবে' সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি রাশিয়া-উত্তর কোরিয়া সম্পর্ককে 'অপরাজেয় জোট' হিসেবে উল্লেখ করেন।