জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে গ্রাহকদের জন্য ফ্রি ডেটা; যেভাবে পাবেন

গণ-অভ্যুত্থান দিবস পালন এবং গত বছরের ১৮ জুলাইয়ের ইন্টারনেট শাটডাউনের প্রতিবাদে আজ শুক্রবার (১৮ জুলাই ২০২৫) থেকে দেশের সব মোবাইল গ্রাহক পাচ্ছেন ১ জিবি করে বিনামূল্যে ইন্টারনেট ডেটা। এই ডেটার মেয়াদ থাকবে ৫ দিন।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) মোবাইল ফোন অপারেটরদের এ প্রস্তাব দেয়।
প্রস্তাবের পর দেশের সব মোবাইল অপারেটর—গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও টেলিটক—বিটিআরসির এই উদ্যোগে স্বপ্রণোদিতভাবে সাড়া দেয় এবং নিজ নিজ গ্রাহকদের জন্য ফ্রি ডেটা সরবরাহে সম্মতি জানায়।
বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, অপারেটররা ইতোমধ্যেই গ্রাহকদের এসএমএসের মাধ্যমে ফ্রি ডেটা প্রদানের বিষয়টি অবহিত করেছে।
যেভাবে ফ্রি ডেটা পাওয়া যাবে: আজ ১৮ জুলাই থেকে পরবর্তী ৫ দিনের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট পেতে গ্রাহকদের নির্ধারিত ডায়াল কোড ব্যবহার করতে হবে। গ্রামীণফোন ও বাংলালিংক গ্রাহকদের জন্য *১২১*১৮০৭#, রবি গ্রাহকদের জন্য *৪*১৮০৭# এবং টেলিটক গ্রাহকদের জন্য *১১১*১৮০৭# কোড ডায়াল করতে হবে।
গত বছরের ১৭ জুলাই রাতে সরকারি চাকরিতে কোটাব্যবস্থার সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর ১৮ জুলাই রাতে বন্ধ করে দেওয়া হয় ব্রডব্যান্ড সংযোগও। ফলে দেশজুড়ে একদিনের জন্য সম্পূর্ণরূপে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে পড়ে বাংলাদেশ। সেই ঘটনার বর্ষপূর্তিকে স্মরণ করেই এবার গ্রাহকদের জন্য এই বিনামূল্যের ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।