৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ না হলে রাশিয়ার ওপর ‘কড়া’ শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়া-ইউক্রেন সংঘাত শেষ করার জন্য কোনো চুক্তি না হলে তিনি রাশিয়ার ওপর 'কড়া' শুল্ক আরোপ করবেন।
আজ সোমবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকে ট্রাম্প এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেইসঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে তিনি রাশিয়ার ওপর 'খুবই অসন্তুষ্ট' বলেও মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, 'আমরা খুব কড়া শুল্ক আরোপ করতে যাচ্ছি যদি না ৫০ দিনের মধ্যে কোনো চুক্তি হয়।'
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, এই শুল্ক হবে 'সেকেন্ডারি ট্যারিফস'— যার অর্থ হলো, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপরও শুল্ক আরোপ করা হবে, যাতে বিশ্ব অর্থনীতিতে মস্কোকে একঘরে করে ফেলা যায়।
রাশিয়াকে ট্রাম্পের শুল্ক আরোপ নিয়ে হুমকির পাশাপাশি ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে নতুন উদ্যোগ নিচ্ছে। তারা সামরিক সরঞ্জাম কিনে ইউক্রেনকে সরবরাহ করবে।
রুটে বলেন, এটা পুতিনকে শান্তি আলোচনায় ফিরে আসার বিষয়টি নতুন করে ভাবতে বাধ্য করবে।