গোপালগঞ্জের ঘটনার পর এনসিপির 'আচরণগত পরিবর্তন' প্রত্যাশা করে বিএনপি

গোপালগঞ্জে হামলার শিকার হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতাদের আচরণগত পরিবর্তনের প্রত্যাশা করছে বিএনপি। আপাতত দলটির দেশব্যাপী চলমান পদযাত্রা ও বিভিন্ন কর্মকাণ্ডে নজর রাখবে। কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্তে নিবে দলটি।
একই সঙ্গে গোপালগঞ্জে এনসিপির নেতাদের ওপর হামলায় তীব্র বিরোধিতা করছে বিএনপি। গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ দেশে অস্থিতিশীলতা তৈরি করে ফায়দা নিতে চায় বলেও মনে করছে।
গতকাল বুধবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান রাত ৮ টা ৪০ মিনিট বিএনপি স্থায়ী কমিটি বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ১১ টা ২০ মিনিটে। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গোপালগঞ্জের ঘটনা ছাড়াও চলমান সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংস্কার বিষয়ে আজও বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হবে বলে জানা গেছে।
বৈঠক সূত্রে জানা যায়, এনসিপির বিভিন্ন কার্যক্রমে বিরক্ত বিএনপি। রাজনীতির থেকে অপরাজনীতি বেশি করছে বলে মনে করছে বিএনপি। এমনকি এই দলটির মধ্যে জামায়াতের প্রতিচ্ছবিও দেখতে পাচ্ছে তারা। তবে গণঅভ্যুত্থান থেকে জন্ম নেয়া দলটি সুষ্ঠু ধারায় রাজনীতির প্রত্যাশা করে বিএনপি। গতকাল গোপালগঞ্জ দলটির শীর্ষ নেতাদের ওপর হামলা পর নিজেরদের ভুল শুধরে ইতিবাচক রাজনীতিতে ফিরবে, এমনটাই আশা করছে বিএনপি।
পাশাপাশি সরকার ও প্রশাসনের সহযোগিতায় রাজনৈতিক কর্মসূচি ও নিবার্চন করতে চাওয়ার ইচ্ছা থাকলে তা বিপজ্জনক হবে বলে মনে করে। বিএনপির অভিমত হচ্ছে, আওয়ামী লীগও প্রশাসন দিয়ে সব করিয়াছে। টিকতে পারেনি। কেউ করতে চাইলে তাদের পরিণতিও ভালো হবে না। এনসিপি সরকারের ছত্রছায়া থেকে বের হয়ে এসে রাজনীতি করবে বলেও আশা করছে বিএনপি।
গতকাল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'মার্চ টু গোপালগঞ্জ' কর্মসূচিতে হামলা, ককটেল বিস্ফোরণ এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গোপালগঞ্জে এনসিপির পূর্বঘোষিত কর্মসূচিতে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান মির্জা ফখরুল।