তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা অক্টোবরের মধ্যে: রিজওয়ানা

চলতি বছরের অক্টোবরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা প্রস্তুত হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (১৫ জুলাই) তিস্তা নদী রক্ষা প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শনে কুড়িগ্রাম সফরে গিয়ে পানিসম্পদ উপদেষ্টা এ কথা জানান।
এ দিন দুপুরে কুড়িগ্রামের ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে প্রবাহিত তিস্তা নদীর তীরে চলমান ভাঙনরোধী কার্যক্রম ঘুরে দেখেন তিনি। পরে সৈয়দা রিজওয়ানা বলেন, 'তিস্তা আমাদের নদী, আমাদের অধিকার আছে এই নদীর ওপরে। স্থানীয়দের সঙ্গে নিয়ে আমরা ইতোমধ্যে তিস্তার পাঁচটি স্থানে গণশুনানি করেছি। স্থানীয় মানুষের বক্তব্য ও চাহিদা মহাপরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'আগামী অক্টোবরের মধ্যেই মহাপরিকল্পনার চূড়ান্ত নকশা সরকারের বিভিন্ন পর্যায়ে জমা দেওয়া হবে। এরপর প্রকল্প বাস্তবায়নে বাজেট নির্ধারণ ও চীনের সঙ্গে অর্থায়ন নিয়ে দর-কষাকষা হবে।'
চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ২০১৬ সালে একটি চুক্তি স্বাক্ষর হলেও প্রকল্পটি দৃশ্যমান অগ্রগতি পায়নি জানিয়ে উপদেষ্টা বলেন, 'বর্তমান সরকারের মেয়াদ কম। এই সময়ে এত বড় পরিকল্পনা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হলেও আমরা কাজ শুরু করেছি।'
তিনি জানান, ইতিমধ্যে তিস্তায় ১৯ দশমিক ৫ কিলোমিটার এলাকায় অতিভাঙনপ্রবণ অঞ্চল চিহ্নিত করে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন করে কোথাও ভাঙন দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সফরে সৈয়দা রিজওয়ানা জিও ব্যাগ ফেলে নদীতীর সুরক্ষার কার্যক্রম পরিদর্শন করেন এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন।
এ সময় কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আতিক মোজাহিদ উপস্থিত ছিলেন।