গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতা জাতিসংঘের মাধ্যমে তদন্ত হবে: শফিকুল আলম

গত ১৫ বছরে বাংলাদেশের সাংবাদিকতার অবস্থা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি তদন্ত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ (৫ জুলাই) ঢাকায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত এক সভায় তিনি এ তথ্য জানান।
সভায় তিনি বলেন, 'আগের সরকারের সময় সাংবাদিকতা ছিল কঠোরভাবে নিয়ন্ত্রিত। অন্তর্বর্তী সরকার এখন স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার নীতিমালা পুনঃপ্রতিষ্ঠায় সক্রিয়ভাবে কাজ করছে।'
তিনি আরও বলেন, 'অতীতের চ্যালেঞ্জগুলো কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এখন এমন ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো এজেন্সি সংবাদমাধ্যমকে ভয় দেখাতে না পারে। বর্তমানে গণমাধ্যম সরকারী হস্তক্ষেপ ছাড়াই স্বাধীনভাবে কাজ করছে।'
প্রেস সচিব জানান, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের বিষয়টি বিবেচনায় রয়েছে।
সভায় অংশ নেওয়া সাংবাদিকেরা সম্প্রচার মাধ্যমের জন্য পৃথক কমিশন গঠন, সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং আলাদা বেতন কাঠামো চালুর দাবি জানান।
তারা প্রশ্ন তোলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পার হলেও এখনো কোনো অগ্রগতি নেই কেন।