জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার, বৈরী আবহাওয়ায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তী সরকার প্রস্তুত হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে সামান্য দেরি হতে পারে।
শুক্রবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কথা জানান।
পোস্টে বলা হয়, 'ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। আবহাওয়ার কারণে অনুষ্ঠান শুরু হতে সামান্য দেরি হতে পারে।'
সেখানে আরও বলা হয়, 'সব ঠিক আছে এবং কিছু অতিথি ইতিমধ্যেই অনুষ্ঠানস্থলে পৌঁছে গেছেন। আমরা আমাদের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় আছি।'
উল্লেখ্য, আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন দল যোগ দেবে বলে জানিয়েছে।
তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইনি ভিত্তির নিশ্চয়তা ছাড়া তারা এই জুলাই সনদ স্বাক্ষর করবে না।