এই সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার হবে: আসিফ নজরুল

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার বিদ্যমান সরকারের আমলেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (১৪ জুলাই) নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের দৃঢ়কণ্ঠে জানাতে চাই, বিচার পূর্ণ গতিতে এগিয়ে চলেছে। কোনোরকম গাফিলতি থাকবে না। যে গতিতে বিচার এগিয়ে চলেছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সরকারের শাসনামলেই জুলাই গণহত্যার বিচার হবে।'
এ সময় আইন উপদেষ্টা বলেন, 'জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার উৎখাত হয়েছে। এই নারায়ণগঞ্জের মাটিতে ৫৬ জন শহীদ হয়েছেন এবং সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছে। আমরা শ্রদ্ধাভরে নারায়ণগঞ্জবাসীর অবদানের কথা স্মরণ করি।'
সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, 'স্থানীয়ভাবে নানাভাবে আইন-শৃঙ্খলা অবনতির ঘটনা ঘটছে। ভয়াবহ হত্যাকাণ্ড, চাঁদাবাজির ঘটনা ঘটছে। জুলাইয়ে আপনারা যে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করেছিলেন। ঐক্যবদ্ধ থাকলে চাঁদাবাজদের প্রতিহত করতে পারবেন। স্থানীয় চাঁদাবাজ-লুটেরাদের রুখে দাঁড়াতে হবে।'
এক্ষেত্রে প্রশাসন সহযোগিতা করবে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।