দেশে অপরাধ বৃদ্ধির দাবি পুরোপুরি সঠিক নয়: সরকার

চলতি বছরে বাংলাদেশে অপরাধের ঘটনা তীব্রভাবে বাড়ছে—এমন দাবি পরিসংখ্যানগতভাবে পুরোপুরি সঠিক নয় বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
সোমবার (১৪ জুলাই) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, 'গত ১০ মাসে বড় অপরাধের ক্ষেত্রে স্থিতিশীলতার প্রবণতাই দেখা যাচ্ছে।' তিনি পুলিশের সদর দপ্তরের পরিসংখ্যান উল্লেখ করে এ মন্তব্য করেন।
উপ-প্রেস সচিব বলেন, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে অপরাধ বৃদ্ধির প্রবণতা তুলে ধরা হয়েছে, যা নাগরিকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি সৃষ্টি করছে।
এ সময় তিনি পুলিশের সদর দপ্তরের প্রকাশিত গত পাঁচ বছর ও অন্তর্বর্তী সরকারের ১০ মাসের অপরাধ সংক্রান্ত দুটি পরিসংখ্যান ছক উপস্থাপন করেন।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত সরকারি অপরাধ পরিসংখ্যানের ভিত্তিতে তিনি বলেন, চলতি বছরে অপরাধের ঘটনা তীব্রভাবে বাড়ছে—পরিসংখ্যান মতে এমন দাবি পুরোপুরি সত্য নয়।
'এগুলো অপরাধ প্রবলভাবে বেড়ে যাওয়ার লক্ষণ নয়; বরং সবচেয়ে গুরুতর অপরাধগুলোর অনেকগুলোর ক্ষেত্রেই স্থিতিশীলতা দেখা যাচ্ছে বা সেগুলো কমে এসেছে,' বলেন উপ-প্রেস সচিব।
তিনি জানান, মাত্র কয়েকটি অপরাধের ঘটনা বেড়েছে।
তিনি আরও বলেন, 'নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর আস্থা রাখা উচিত।