আদালত প্রাঙ্গণে বিএসবি গ্লোবালের খায়রুল বাশারকে কিল-ঘুষি-লাথি, ডিম নিক্ষেপ

মানিলন্ডারিং মামলায় রিমান্ড শুনানির আগে আদালত প্রাঙ্গণে শিক্ষার্থী ও অভিভাবকদের রোষানলে পড়েছেন ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মো. খায়রুল বাশার। এ সময় উত্তেজিত ভুক্তভোগীরা তাকে কিল-ঘুষি-লাথি ও ডিম ছুঁড়ে মারেন।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩টা ২৭ মিনিটে পুলিশি প্রহরায় বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও হাতকড়া পরা অবস্থায় গুলশান থানা এলাকায় দায়ের হওয়া মামলার রিমান্ড শুনানিতে তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়।
এজলাসে ওঠানোর সময়ই উত্তেজিত শিক্ষার্থী ও অভিভাবকরা তার ওপর হামলা করেন। কাঠগড়ায় ওঠার পর তার হেলমেট খোলা হলে তিনি কালো মাস্ক খুলে হেসে ওঠেন।
এরপর তার উপস্থিতিতেই শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও কাইয়ুম ইসলাম নয়ন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী কাজী আনিসুর রহমান ও মারুফা আক্তার। তারা রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেন।
শুনানির এক পর্যায়ে বিচারক আসামিকে প্রশ্ন করেন, 'এই কাজগুলো কেন করলেন?' জবাবে খায়রুল বাশার চুপ থাকেন। ফের বিচারক প্রশ্ন করেন, 'বিদেশ পাঠাতে ব্যর্থ হলেন কেন? টাকা ফেরত দিলেন না কেন?' তাতেও কোনো উত্তর দেননি তিনি।
বিচারক আরও বলেন, 'আপনার বিরুদ্ধে কতটি মামলা হয়েছে জানেন?' জবাবে খায়রুল বাশার বলেন, 'আনুমানিক ৭০টা।' তখন বিচারক বলেন, 'এই মামলা মোকাবেলা করতে গেলে সারাজীবন তো জেলেই কাটবে।'
বিচারক প্রশ্ন করেন, 'আপনার মানবিক সত্তা জাগ্রত হয়নি? কয়টা বিয়ে করেছেন?' উত্তরে তিনি জানান, 'দুইটি' সন্তান কয়জন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ছয়জন।'
এরপর বিচারক বলেন, 'টাকা নিয়ে এসব শিক্ষার্থীর জীবন হুমকির মুখে ফেললেন কেন? একবারও কি আপনার সন্তানদের কথা মনে পড়েনি?'
শুনানি শেষে আদালত সিআইডির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (নিঃ) খালিদ সাইফুল্লাহর করা ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত ১৪ জুলাই ধানমন্ডির রোড নম্বর ৪-এর একটি ভবনের নিচতলা থেকে খায়রুল বাশারকে গ্রেপ্তার করে সিআইডি।
মামলার অভিযোগে বলা হয়, খায়রুল বাশার ও তার সহযোগীরা কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে উচ্চশিক্ষার চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা করে ১৪১ শিক্ষার্থীর কাছ থেকে মোট ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় গত ৪ মে সিআইডির উপপরিদর্শক রুহুল আমিন বাদী হয়ে গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
এদিকে খায়রুল বাশারকে আদালতে হাজির করা হবে—এমন খবরে সকাল থেকেই ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে খায়রুল বাশারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।