বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান ও অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা মো. খায়রুল বাশারের বিরুদ্ধে করা মানিলন্ডারিং আইনের মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সানাউল্লাহ'র আদালত এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা ফাইন্যান্সিয়াল ক্রাইম, অর্গানাইজড ক্রাইম সিআইডির উপ-পুলিশ পরিদর্শক (নি.)খালিদ সাইফুল্লাহ এই রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, খায়রুল বাশার ও তার সহযোগীরা কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকাসহ বিভিন্ন দেশে উচ্চ শিক্ষার চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে ১৪১ জন ভুক্তভোগীর নিকট থেকে ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা হাতিয়ে নিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রায় ৪৪৮ জন ভুক্তভোগীর কাছ থেকে ৫৩ কোটি টাকারও বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। চূড়ান্ত তদন্ত শেষে এ সংখ্যা আরও বাড়তে পারে।
আসামির বিরুদ্ধে গুলশান থানায় একাধিক প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলা চলমান রয়েছে। আসামি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সঙ্গে যুক্ত, যারা মানি লন্ডারিংয়ের সঙ্গেও সম্পৃক্ত।
গত ১৪ জুলাই রাজধানীর ধানমন্ডি থানাধীন রোড নম্বর-৪ এর একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এর আগে, এদিন সকাল তাকে আদালতে আনা হবে এই খবরে সকালে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকরা আদালতে সামনে হাজির হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন।
একই সঙ্গে আদালতের কাছে খায়রুল বাসারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।