মিস মেক্সিকোকে ‘গর্দভ’ বলে কটাক্ষ; প্রতিবাদে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে গেলেন মিস ইউনিভার্স প্রতিযোগীরা
আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডে বসতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৪তম আসর। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের আগেই এক অনুষ্ঠানে মিস মেক্সিকোকে প্রকাশ্যে অপমান করার জেরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার ব্যাংককে আয়োজিত এক অনুষ্ঠানে মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করেন আয়োজক কমিটির একজন পরিচালক।
এই ঘটনায় প্রতিবাদ জানিয়ে একাধিক প্রতিযোগী অনুষ্ঠানস্থল ছেড়ে বেরিয়ে যান। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালকের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে।
ঘটনার সূত্রপাত হয় প্রাক-প্রতিযোগিতার একটি অনুষ্ঠানে। সেখানে মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল মেক্সিকোর প্রতিযোগী ফাতিমা বশকে প্রচারণামূলক কনটেন্ট পোস্ট না করার জন্য সবার সামনে তিরস্কার করেন।
২৫ বছর বয়সী ফাতিমা অভিযোগ অস্বীকার করে নিজের অবস্থান ব্যাখ্যা করতে চাইলে নাওয়াত তাঁকে থামিয়ে দেন এবং 'গর্দভ' (ডাম্বহেড) বলে হেয় করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি নিরাপত্তাকর্মী ডাকার হুমকি দেন এবং বলেন, 'যারা প্রতিযোগিতা চালিয়ে যেতে চাও, তারা বসে পড়ো।'
বশ আপত্তি জানালে নাওয়াত নিরাপত্তাকর্মী ডাকেন এবং যারা তাকে সমর্থন করছেন, তাদের প্রতিযোগিতা থেকে বহিষ্কারের হুমকি দেন। ফাতিমা বশ এতে ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল থেকে বেরিয়ে যান। তার সঙ্গে সংহতি জানিয়ে আরও কয়েকজন প্রতিযোগী বেরিয়ে যান।
ঘটনার পর মিস ইউনিভার্স অর্গানাইজেশন (এমইউও) পরিচালক নাওয়াতের আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। এমইউও প্রেসিডেন্ট রাউল রোচা এক ভিডিও বার্তায় বলেন, নাওয়াত একজন অসহায় নারীকে ভয় দেখানোর জন্য নিরাপত্তাকর্মী ডেকে 'গুরুতর অনাচার' করেছেন।
তিনি আরও জানান, প্রতিযোগিতায় নাওয়াতের ভূমিকা সীমিত করা হবে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
এদিকে অভিযুক্ত পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল পরে তার আচরণের জন্য ক্ষমা চেয়েছেন। তিনি দাবি করেন, তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি ফাতিমাকে 'গর্দভ' ডাকতে চাননি, বরং বোঝাতে চেয়েছিলেন যে ফাতিমার কার্যকলাপ প্রতিযোগিতার 'ক্ষতি' করছে।
এই ঘটনার পর ফাতিমা বশ সংবাদমাধ্যমকে বলেন, 'আমি কোনো পুতুল নই যে আমাকে সাজিয়ে প্রদর্শন করা হবে। আমি এখানে সব নারীর অধিকারের কথা বলতে এসেছি এবং আমি ভয় পাই না।'
অনুষ্ঠান ত্যাগ করার সময় ডেনমার্কের প্রতিযোগী ভিক্টোরিয়া কেয়ার বলেন, 'বিষয়টি নারীর অধিকারের। এভাবে একজন নারীকে জনসমক্ষে হেয় করা চরম অসম্মানজনক। এ কারণেই আমি বেরিয়ে যাচ্ছি।'
বিতর্কের মধ্যেই প্রতিযোগিতা এগিয়ে চলেছে। আগামী ২১ নভেম্বর নতুন মিস ইউনিভার্স নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
