‘ট্যাক্স ৩০ হাজার, ঘুষ লাগে ৫০ হাজার’

বন্দরে পণ্য ছাড় করাতে গিয়ে ব্যবসায়ীরা ট্যাক্সের চেয়ে বেশি ঘুষ দিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) যৌথভাবে আয়োজিত এনবিআরের ৪৫তম পরামর্শক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টার দিকে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এ সভা শুরু হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
সভায় জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নে অংশীজনদের মতামত নেওয়ার উদ্দেশ্যেই এ পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। বিভিন্ন চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের প্রতিনিধিরা এতে অংশ নেন এবং তাদের প্রস্তাব ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
শওকত আজিজ রাসেল বলেন, আমরা যখন বন্দর থেকে পণ্য ছাড় করি, তখন ব্যাংক গ্যারান্টি দিয়ে আসতে হয়। পরে এই গ্যারান্টি ছাড় করাতে প্রতিটি মামলার জন্য ৫০ হাজার টাকা ঘুষ দিতে হয়। অথচ একই প্রক্রিয়ায় যদি ট্যাক্স দিতাম, তাহলে ট্যাক্স হতো মাত্র ৩০ হাজার টাকা।
তিনি আরও বলেন, আগে এই ছাড়পত্র আমরা অ্যাসোসিয়েশন থেকেই দিতাম। কিন্তু এখন সেটা কাস্টমসের হাতে তুলে দেওয়া হয়েছে। আর সেই সুযোগে দুর্নীতির পথ তৈরি হয়েছে। এনবিআর এতে কোনো লাভ করতে পারেনি, বরং ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন।
বিটিএমএ সভাপতি এ সময় গ্যাস ও বিদ্যুৎ সংকটের বর্তমান পরিস্থিতিও তুলে ধরেন। পাশাপাশি তিনি বিদ্যমান কর্পোরেট ট্যাক্সের সুবিধা ২০২৮ সাল পর্যন্ত বাড়ানোর দাবি জানান।