মানিক মিয়া অ্যাভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণে আহত ১১

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 'জুলাই গণ-অভ্যুত্থান দিবস' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়ে অন্তত ১১ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাজেদুর রহমান বলেছিলেন, 'গ্যাসবেলুন বিষ্ফোরণে আহত অন্তত সাতজনকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।'
গত বছর একই দিনে দুপুর ২টা ২৫ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করতেই হেলিকপ্টার-আকৃতির একটি গ্যাসবেলুন উড়ানো হচ্ছিল। ঐসময় গ্যাসবেলুনটি পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে বিস্ফোরণের ঘটনা ঘটে।