এভারকেয়ারের মাঠে পরীক্ষামূলক হেলিকপ্টার ওঠানামা করাবে এসএসএফ, বিভ্রান্ত না হতে অনুরোধ: প্রেস উইং
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, আগামীকাল (বৃহস্পতিবার) ৪ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন পরিচালনা করবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।
তাকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' ঘোষণা করেছে সরকার। এর ফলে তিনি এখন থেকে বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ-এর (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইনের আওতায় সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা সুবিধা পাবেন।
সোমবার (১ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক) অনুযায়ী প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
