ঢাকায় জোবাইদা; এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটিতে খালেদাকে লন্ডনে নেয়া হবে রোববার
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ শুক্রবার লন্ডনে নেওয়া হচ্ছে না। শারীরিক অবস্থা ঠিক থাকলে ও মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়া আগামী রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেবেন। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে 'কারিগরি সমস্যা' দেখা দেওয়ায় যাত্রা কিছুটা বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। সব ঠিক থাকলে সেটা শনিবার পৌঁছাতে পারে।
তিনি আরও বলেন, 'ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ (রোববার) ফ্লাই করবেন।'
এ বিষয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি থাকায় কাতারের আমির তার প্রতিশ্রুতি অনুযায়ী অন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। আগামীকাল শনিবার বিকেল ৫টায় এটি ঢাকায় অবতরণ করবে।
তিনি আরও বলেন, 'এখন যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে, সেটিও কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। কিন্তু জার্মান কোম্পানির তৈরি করা। কাতার জার্মানি থেকে কোনো এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পাঠাচ্ছে না।'
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান বাংলাদেশে এসে পৌঁছেছেন। লন্ডন থেকে ছেড়ে আসা তাকে বহনকারী বাংলাদেশ বিমানের বিজি-৩০২ ফ্লাইট আজ সকাল ১০টা ৪৫ মিনিটের সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আবার লন্ডনে ফিরে যাওয়ার কথা রয়েছে জোবাইদার।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি জানিয়েছিলেন, গতকাল মধ্যরাতের পর অথবা আজ শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে।
তিনি আরও বলেন, 'উনার যাওয়ার সময় উনার সাথে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের দুইজন চিকিৎসক উনার সাথে থাকবেন। এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন, তারাও উনার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে বিমানে থাকবেন। যাতে উনার যাত্রাপথ কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও সুস্থভাবে চিকিৎসা দেওয়া যায়।'
গতকাল বুধবার বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং জানিয়েছিল, গত ২৪ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি এবং তার এ অবস্থাকে স্থিতিশীল মনে করছেন চিকিৎসকরা।
এমন পরিস্থিতির মধ্যে গতকাল তার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় পৌঁছে চিকিৎসক দলের সাথে যুক্ত হন।
নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে 'সংকটাপন্ন' অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সবশেষ কিডনি, হৃদরোগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে ১ ডিসেম্বর তার দলের পক্ষ থেকে জানানো হয়, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় খালেদা জিয়াকে ভেন্টিলেশনে নেয়া হয়েছে।
এর মধ্যে তার চিকিৎসায় দেশি, বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত এই বোর্ডের অন্যতম সদস্য জোবাইদা রহমান।
ইতিমধ্যে এই মেডিকেল বোর্ডে বুধবার যুক্তরাজ্য এবং চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দুইটি দল যোগ দিয়েছে।
