‘শান্তিচুক্তি’র ২৩ দিন পর ফের আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানীর তিন কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে শান্তিচুক্তির ২৩ দিনের মাথায় সংঘর্ষে জড়িয়েছেন ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এতে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তাদের পরিচয় জানা যায়নি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে অন্তত ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী একই বাসে যাচ্ছিলেন। বাসের ভেতরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়ান। বিষয়টি নিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দিতে গেলে ঢাকা কলেজ সংলগ্ন উত্তরা ব্যাংকের সামনে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজনের ভাষ্য- ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের পরিচালিত কয়েকটি পেজের উসকানিমূলক পোস্টের মাধ্যমে সংঘর্ষ জড়িয়েছে দুই কলেজে শিক্ষার্থীরা। আর কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ বলছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের এ ঘটনা ঘটেছে।
এ বিষয়ে নিউমার্কেট থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ হাফিজ বলেন, 'ঢাকা-আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা একই বাসে করে তাদের নিজস্ব গন্তব্যে যাচ্ছিল। পরবর্তী সময়ে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। তখন আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি অনুকূলে আনি ও সবাইকে নিজ নিজ ক্যাম্পাসে পাঠিয়ে দেই। এখন শান্তিচুক্তির মাধ্যমে গঠিত ৯ সদস্যের কমিটির সহায়তায় বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা চলছে।'
উল্লেখ্য, তিন কলেজের শিক্ষার্থীদের নিয়মিত সংঘর্ষ এড়াতে গত ৯ নভেম্বরে পুলিশ ও কলেজ দুটির কর্তৃপক্ষের উপস্থিতিতে তাদের মধ্যে মৌখিক 'শান্তিচুক্তি' হয়। সেখানে তারা ফুল ও মিষ্টি দিয়ে একে অপরকে বন্ধু হিসেবে গ্ৰহণ করে নেয়। আর কখনো কোনো প্রকার সংঘর্ষে জড়াবে না, এ প্রতিজ্ঞা ব্যক্ত করেন উভয় কলেজের শিক্ষার্থীরা।
