ফরিদপুরে নদীতে গোসল করা নিয়ে মারামারির জেরে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৪০
ফরিদপুরের বোয়ালমারীতে পারিবারিক বিরোধের জেরে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংঘর্ষের ঘটনায় উভয়়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫ জন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেন এবং পাঁচজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তবে আটকদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ নভেম্বর উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চরপাড়া গ্রামের রাকিব শেখের ছেলে রাজ (৭) ও হারুন শেখের ছেলে রহমতের (১০) নদীতে গোসল করা নিয়ে মারামারি হয়। বিষয়টি মীমাংসার জন্য সালিশ হলেও এতে সন্তুষ্ট হননি হারুন শেখ। এরই জেরে তেলজুড়ী বাজার ও পরমেশ্বরদী পশ্চিমপাড়া এলাকায় অতর্কিত হামলা চালায় সালথার খাড়দিয়া ও পরমেশ্বরদীর এক অংশের লোকজন। এতে অন্তত ৪০ জন আহত হন।
এদিকে সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
দূর্গাপুর গ্রামের ইলিয়াস মোল্লা বলেন, সালথা উপজেলার খারদিয়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পরমেশ্বরদী পশ্চিমপাড়া গ্রামে ও আমাদের শেখর ইউনিয়নের লোকেদের ওপর হামলা চালায়। আমাদের লোকজনকে তারা আহত করেছে। আমরা এর বিচার চাই।
জানতে চাইলে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদুল হাসান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সালথার কিছু লোকজন এবং বোয়ালমারীর কিছু লোক এই হামলা চালায়। ভিডিও ফুটেজ দেখে দেখে আমরা প্রকৃত দোষীদের আটক করব। এ ঘটনায় মামলা হবে বলেও জানান তিনি।
