মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি ফজলে করিম কারাগারে

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। এরপর আদালত সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন।
প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান বলেন, 'তার বিরুদ্ধে ১৬ জুলাই চট্টগ্রামে আওয়ামী লীগের অন্যান্য নেতা-কর্মীদের সঙ্গে শিক্ষার্থী ও জনগণের ওপর হামলায় প্ররোচনা, উসকানি ও অংশগ্রহণের অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সে হামলাকারীদের অস্ত্রও সরবরাহ করেছিল। পাঁচলাইশ থানার মুরাদপুর মোড় এলাকায় হামলায় ওয়াসিম আকরাম, ফারুক ও ফয়সাল আহমেদ শান্ত তিনজন শহীদ হন।'
তবে নিরাপত্তার কারণে আইসিটি বিডি ১০/২০২৫ মামলার বাকি আসামিদের পরিচয় প্রকাশ করেননি প্রসিকিউটর।
শুনানির সময় প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মঈনুল করিম, তারেক আবদুল্লাহ ও সাইমুম রেজা আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ এপ্রিল দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।