এবার জিততেই দক্ষিণ আফ্রিকা যাবেন তামিম

একটা সময় ছিলো, যখন সম্মানজনক হারের জন্য লড়তো বাংলাদেশ ক্রিকেট দল। বিদেশ সফরের আগে বলা হতো, 'ভালো ক্রিকেট খেলতে চাই।' সময়ের ব্যবধানে সেই বাস্তবতা বদলেছে, যেকোনো দেশেই জয়ের সন্ধানে থাকে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে টেস্টে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ।
এরপরও কয়েকটি দেশ আছে, যেখানে জেতাটা এখনও বাংলাদেশের কাছে স্বপ্ন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। বাকি সব দেশের মতো বাংলাদেশও প্রোটিয়াদের ঘরের মাঠে দিশা খুঁজে পায় না। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকাতে খেলা ১৯টি (৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি) ম্যাচের সবগুলোতে হেরেছে বাংলাদেশ। তবে এবার জেতার জন্যই দক্ষিণ আফ্রিকা যাবেন বলে জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। বাস্তবতার বিচারে টেস্ট নিয়ে তেমন স্বপ্ন না থাকলেও প্রিয় ফরম্যাট ওয়ানডেতে জয়ের লক্ষ্য বাংলাদেশের। তামিম মনে করেন, ওয়ানডে ক্রিকেটে নিজেদের পারফরম্যান্সের বিচারে দক্ষিণ আফ্রিকা সফরে জয়ের লক্ষ্য ছাড়া অন্য কিছু বলা উচিত হবে না।
তবে তামিম জানেন, কাজটা অনেক কঠিন। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'আমরা এমন একটা পর্যায়ে আছি ওয়ানডে ক্রিকেটে, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই যাব। সাথে এটাও সত্যি যে, এটা কঠিন।'
দক্ষিণ আফ্রিকা সফরে যে নিজেদের রেকর্ড ভালো নয়, সেটা মনে করালেন তামিম। তবে রেকর্ড বদলাতে সময় লাগে না, এই বিশ্বাসও আছে তার, 'ওখানে আমাদের রেকর্ড অতটা ভালো নয়। রেকর্ড জিনিসটাই এমন যে, যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। দারুণ উদাহরণ ছিল, নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা অনেকদিন যেকেনো ফরম্যাটেই ভালো খেলিনি। আামরা ওই জিনিসটা পরিবর্তন করতে পেরেছি।'
এবার দক্ষিণ আফ্রিকাতেও রেকর্ড বদলানোয় চোখ বাংলাদেশের। তামিমের ভাষায়, 'আমরা চেষ্টা করব যে রেকর্ডটা আমাদের দক্ষিণ অফ্রিকায় আছে, ওটা যেন পরিবর্তন করতে পারি। আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।'
আগের মতো করে 'ভালো ক্রিকেট খেলব' বলে দেশ ছাড়তে চান না তামিম। তার দৃষ্টিতে কেবলই জয়। জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার বলেন, 'এটা না যে, আমি বলে যাব আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তো আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। ওটা করার জন্য যা যা করার দরকার, তা করব। তারপর যদি ফল পক্ষে আসে, খুব ভালো। যদি না আসে, আমরা আবারও কঠিন পরিশ্রম করব।'