২০২৫ সালের সেরা ১৫ এয়ারলাইন্স: ভ্রমণকারীদের ভোটে কারা শীর্ষে?

প্রতি বছর বিশ্বজুড়ে লাখ লাখ ভ্রমণকারী তাদের প্রিয় এয়ারলাইন্সকে ভোট দেন। ২০২৫ সালের 'রিডার্স চয়েস অ্যাওয়ার্ডস'-এ প্রায় সাড়ে সাত লাখেরও বেশি ভ্রমণকারী তাদের মতামত জানিয়েছেন। এই পুরস্কার সেইসব বিমান সংস্থাকেই দেওয়া হয়, যারা আরাম, চমৎকার পরিষেবা এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে যাত্রীদের মন জয় করে নিয়েছে।
এশিয়ার আকাশে রাজত্ব যাদের
আকাশপথে এশিয়ার রাজত্ব এখনও অটুট। আবারও তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। এই সংস্থাটি আকাশ ভ্রমণকে যেন এক শিল্পে পরিণত করেছে। শান্ত পরিবেশ, নিখুঁত পরিষেবা এবং আরামদায়ক কেবিনের জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্স সবার সেরা। নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুরের ১৯ ঘণ্টার দীর্ঘ ফ্লাইটটি এখনও বিশ্বের দীর্ঘতম বিরতিহীন যাত্রা।
ঠিক এর পরেই রয়েছে কাতার এয়ারওয়েজ। তাদের বিশ্বমানের বিজনেস ক্লাস 'কিউসুইট' (QSuite) যাত্রীদের মুগ্ধ করে চলেছে। জাপানের এএনএ (অল নিপ্পন এয়ারওয়েজ) এবং জাপান এয়ারলাইন্স (জেএএল) তাদের ভদ্র কর্মী ও চমৎকার পরিষেবার জন্য প্রশংসিত। হংকংয়ের ক্যাথে প্যাসিফিক এবং দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার-ও তাদের উদ্ভাবনী সেবা দিয়ে যাত্রীদের মন জয় করেছে।
মধ্যপ্রাচ্যের সেরারা
মধ্যপ্রাচ্যের আকাশে এমিরেটস-এর কোনো তুলনা নেই। দুবাইভিত্তিক এই এয়ারলাইনটি আরাম এবং আভিজাত্যের সমার্থক। তাদের বিশাল এয়ারবাস এ৩৮০ জেটে অনবোর্ড বার, প্রথম শ্রেণিতে গোসলের ব্যবস্থা এবং হাজার হাজার চ্যানেলের বিনোদন ব্যবস্থা রয়েছে। টার্কিশ এয়ারলাইন্স-ও তার বিশাল নেটওয়ার্ক এবং সুস্বাদু খাবারের জন্য যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
ইউরোপের আকাশে যারা সেরা
ইউরোপের সেরা বিমান সংস্থাগুলো ঐতিহ্য আর আধুনিকতার এক দারুণ মিশ্রণ ঘটিয়েছে। সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস তার আভিজাত্যের জন্য পরিচিত। নেদারল্যান্ডসের কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স বিশ্বের অন্যতম প্রাচীন বিমান সংস্থা হলেও, আধুনিক পরিষেবা দিয়ে যাত্রীদের মন জয় করে চলেছে। আর যুক্তরাজ্যের ভার্জিন আটলান্টিক তারুণ্যদীপ্ত ও মজাদার উড়ানের অভিজ্ঞতার জন্য বিখ্যাত।
ওশেনিয়ার সেরারা
অস্ট্রেলিয়ার কোয়ান্টাস আবারও প্রমাণ করেছে যে দীর্ঘ যাত্রাও কতটা আরামদায়ক এবং স্টাইলিশ হতে পারে। তারা সিডনি থেকে নিউইয়র্কে প্রায় ২০ ঘণ্টার বিরতিহীন ফ্লাইট চালুর পরিকল্পনা করছে। অন্যদিকে, নিউজিল্যান্ডের এয়ার নিউজিল্যান্ড তাদের সৃজনশীল 'স্কাইকাউচ' ফিচারের জন্য বিশেষভাবে পরিচিত, যেখানে ইকোনমি সিটকেই একটি ছোট বিছানায় পরিণত করা যায়।
উত্তর আমেরিকার চমক
বিশ্বসেরা দশে উত্তর আমেরিকার তেমন কোনো বিমান সংস্থা না থাকলেও, লা কম্পানি নামের একটি বুটিক এয়ারলাইন সবার নজর কেড়েছে। এটি একটি অল-বিজনেস-ক্লাস এয়ারলাইন, যেখানে বিলাসবহুল পরিষেবা পাওয়া যায় তুলনামূলক অনেক কম খরচে।
একনজরে সেরা ১৫ এয়ারলাইন্স
১৫. কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স (নেদারল্যান্ডস): বিশ্বের অন্যতম প্রাচীন এই বিমান সংস্থাটি তার নতুন এবং আরামদায়ক আসনের জন্য প্রশংসিত।
১৪. সুইস ইন্টারন্যাশনাল এয়ার লাইনস (সুইজারল্যান্ড): ব্যক্তিগত স্যুট এবং জেট ল্যাগ কমানোর জন্য বিশেষ আলোর ব্যবস্থা রয়েছে এদের নতুন বিমানে।
১৩. কোয়ান্টাস এয়ারওয়েজ (অস্ট্রেলিয়া): দীর্ঘ যাত্রার জন্য বিখ্যাত এবং এর মেনু তৈরি করেন বিখ্যাত শেফরা।
১২. ইভা এয়ার (তাইওয়ান): নিখুঁত পরিষেবা এবং আরামের জন্য যাত্রীদের কাছে অত্যন্ত প্রশংসিত।
১১. এয়ার নিউজিল্যান্ড (নিউজিল্যান্ড): উদ্ভাবনী "স্কাইকাউচ" ফিচার এবং বন্ধুত্বপূর্ণ পরিষেবার জন্য পরিচিত।
১০. এএনএ (অল নিপ্পন এয়ারওয়েজ) (জাপান): বন্ধুত্বপূর্ণ পরিষেবা এবং আরামের জন্য বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে।
৯. জাপান এয়ারলাইন্স (জেএএল) (জাপান): প্রশস্ত লেগরুম, মানসম্পন্ন খাবার এবং পরিবার-বান্ধব পরিষেবার জন্য প্রশংসিত।
৮. ক্যাথে প্যাসিফিক (হংকং): বিশেষভাবে তৈরি ক্রাফট বিয়ার এবং বিলাসবহুল প্রথম শ্রেণির জন্য পরিচিত।
৭. কোরিয়ান এয়ার (দক্ষিণ কোরিয়া): আধুনিক বিমানবহর এবং বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস-এর সেফটি ভিডিওসহ সৃজনশীল অভিজ্ঞতার জন্য সমাদৃত।
৬. ভার্জিন আটলান্টিক (যুক্তরাজ্য): প্রাণবন্ত স্টাইল এবং আরামদায়ক প্রিমিয়াম ইকোনমি ক্লাসের জন্য বিখ্যাত।
৫. লা কম্পানি (ফ্রান্স): একটি অল-বিজনেস-ক্লাস এয়ারলাইন, যেখানে সাশ্রয়ী মূল্যে বিলাসবহুল পরিষেবা পাওয়া যায়।
৪. টার্কিশ এয়ারলাইন্স (তুরস্ক): বিশাল নেটওয়ার্ক, বিনামূল্যে স্টপওভার প্রোগ্রাম এবং চমৎকার খাবারের জন্য যাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
৩. এমিরেটস (সংযুক্ত আরব আমিরাত): বিলাসবহুল বিমান, অনবোর্ড বার ও শাওয়ারের জন্য পরিচিত।
২. কাতার এয়ারওয়েজ (কাতার): বিখ্যাত 'কিউসুইট' বিজনেস ক্লাস এবং আধুনিক বিমানবহরের জন্য সেরা দুইয়ে জায়গা করে নিয়েছে।
১. সিঙ্গাপুর এয়ারলাইন্স (সিঙ্গাপুর): অতুলনীয় পরিষেবা, আরামদায়ক আসন এবং বিশ্বের দীর্ঘতম ফ্লাইটের জন্য আবারও সেরার সেরা।
অনুবাদ : নাফিসা ইসলাম মেঘা