সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় হাদির জানাজা উপলক্ষে ডিএমপির ট্রাফিক নির্দেশনা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজার নামাজ আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) জোহরের নামাজের পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা উপলক্ষেিএদিন সকাল থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচল সীমিত এবং নির্দিষ্ট কিছু স্থানে বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির জানাজার নামাজে বিপুল সংখ্যক মানুষের সমাগম হবে। এই সমাগম সুশৃঙ্খল রাখতে মানিক মিয়া অ্যাভিনিউতে যানবাহন চলাচল সীমিত রাখা হবে। বিশেষ করে জানাজা অনুষ্ঠানের সুবিধার্থে খেজুর বাগান ক্রসিং হতে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।
সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার স্বার্থে শনিবার সকাল থেকে জানাজা ও দাফন সম্পন্ন হওয়া পর্যন্ত নগরবাসী ও যানবাহন চালকদের মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা পরিহার করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য ডিএমপির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া নিরাপত্তার স্বার্থে এবং অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে জানাজায় অংশগ্রহণকারী সর্বসাধারণকে সাথে করে কোনো ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
