কর্মসূচি স্থগিত, রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক
আজ (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ফাইল ছবি
জরুরি ভিত্তিতে আজ (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এর আগে, আজ বিকাল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সেচ ভবনে এবং বিকাল ৪টায় কাওরান বাজারের ওয়াসা ভবনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পূর্বনির্ধারিত কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়।
