ঢাকায় নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন
ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেনের মনোনয়োন চূড়ান্ত অনুমোদন দিয়েছে দেশটির উচ্চকক্ষ সিনেট। এর মাধ্যমে তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) যোগাযোগ মাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। পোস্টে ক্রিস্টেনসেন বলেন, 'বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটের অনুমোদন পেয়ে আমি সম্মানিত। এই সুযোগ প্রদানের জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।'
মার্কিন সরকারের দাপ্তরিক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন দেশটির 'সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলর'-এর একজন ক্যারিয়ার সদস্য। বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে তিনি অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেটের সিনিয়র অফিসার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশের সঙ্গে ক্রিস্টেনসেনের কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। তিনি এর আগে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর অফিসের উপ-পরিচালক হিসেবেও কাজ করেছেন।
সিনেটের এই অনুমোদনের মধ্য দিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন এখন বর্তমান রাষ্ট্রদূতের স্থলাভিষিক্ত হয়ে ঢাকায় মার্কিন মিশনের হাল ধরবেন। শীঘ্রই তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
