ট্রাভেল এজেন্সিগুলোকে এয়ারলাইন্সের টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশ
এখন থেকে ট্রাভেল এজেন্সিগুলোকে এয়ারলাইন্সের টিকিটের গায়ে মূল্য লেখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
তিনি বলেন, 'এখন থেকে সব ট্রাভেল এজেন্সিকে এয়ারলাইনসের টিকিটের গায়ে মূল্য উল্লেখ করতে হবে। যেসব এজেন্সি টিকিটের মূল্য উল্লেখ করবে না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠকে বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ,২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
এই অধ্যাদেশ সম্পর্কে অবহিত করতে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিমান উপদেষ্টা। এসময় মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, 'গত ১৬ বছর ধরে এ খাতে দুঃশাসন, দুর্বৃত্তায়নের সংস্কৃতি তৈরি হয়েছিল। আইনি দুর্বলতার কারণে অভিবাসী শ্রমিকরা এই প্রাতিষ্ঠানিক দুর্বৃত্তায়নের শিকার হয়েছেন।'
তিনি বলেন, 'মধ্যপ্রাচ্যের ৩০ বা ৪০ হাজার টাকার টিকিট ১ লাখ ৯০ হাজার বা ১ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। টিকিটের প্রকৃত মূল্য জানা যায় না।'
তিনি আরও বলেন, 'আইন সংশোধনের মূল লক্ষ্য প্রতিযোগিতামূলক দরে টিকিটের বেচা-কেনা নিশ্চিত করা। পাশাপাশি যাত্রীদের অধিকার ও সেবা নিশ্চিত করা।'
উপদেষ্টা বলেন, 'নতুন আইনের ফলে একটি এজেন্সির টিকিট অন্য এজেন্সি বিক্রি করতে পারবে না। এতদিন এইভাবে আড়তদারি ব্যবসার স্টাইলে বিমানের টিকিটের ব্যবসায় নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে।'
তিনি বলেন, 'গত বছর বাংলাদেশ থেকে ৩২ লাখ মানুষ বিদেশে গিয়েছে। তাদের কাছ থেকে টিকিটের মূল্য বাবদ হাজার হাজার কোটি টাকা বেশি নেওয়া হয়েছে। এই সাগর পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আদায় করে সেগুলো আবার বিদেশে পাচার করা হয়েছে।'
উপদেষ্টা বলেন, 'বিএমইটির সার্টিফাইড শ্রমিদের, যারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে কার্ডপ্রাপ্ত, নামে কোনো গ্রুপ টিকিট বুকিং দেওয়া যাবে না। তবে পরিবার বা কোনো সংঘের সদস্যদের বিদেশে যাওয়ার উদ্দেশ্যে তাদের নামে গ্রুপ টিকিট বুকিং দেওয়া যাবে।'
বশিরউদ্দিন বলেন, 'এয়ারলাইন্সের সব কার্যক্রম অটোমেটিক পদ্ধতিতে হয়ে থাকে। ফলে কে, কোথা থেকে টিকিট বিক্রি করছে সেগুলোও তাদের সফটওয়্যার থাকবে। কোনো এয়ারলাইন্স নিয়মবহির্ভূতভাবে টিকিট বেচা-কেনা করলে তাকে তার দায় নিতে হবে।'
তিনি বলেন, 'এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মন্ত্রণালয়, সিভিল এভিয়েশন অথরিটি ও ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।'
এদিকে, জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগ ঐচ্ছিক করার কারণে অনেকেই কর্মসংস্থান হারাবে, এমন দাবি তুলেছেন জিএসএ প্রতিষ্ঠানে কর্মরতরা।
এ বিষয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, 'দেশে ৩২টি এয়ার অপারেটর কার্যক্রম পরিচালনা করছে। একটি জিএসএ প্রতিষ্ঠান একাধিক এয়ার অপারেটরের কার্যক্রম করছে। ফলে জিএসএতে কর্মরতরা যে দাবি করছে সেটি কল্পিত, অন্যায্য ও অসত্য।'
তিনি বলেন, 'একই পরিবারের যদি একাধিক প্রতিষ্ঠান থাকে, তাদের মধ্যে লেনদেন হতে হবে স্বতন্ত্র প্রতিষ্ঠানের মতো। এটি আইনে নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি এজেন্সি আইডি শেয়ার করা শাস্তিযোগ্য অপরাধ করা হয়েছে।'
তিনি আরও বলেন, 'এই আইনের সর্বোচ্চ শাস্তি ১০ লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড।'
হজ ফ্লাইটের টিকিটের খরচ কমিয়ে আনার জন্য হজ ফ্লাইটকে চার্টার ফ্লাইটের পরিবর্তে কমার্শিয়াল ফ্লাইটে রূপান্তরের চেষ্টা চলছে বলেও জানান বিমান উপদেষ্টা।
তিনি বলেন, হজের সময় বিমানের ফ্লাইটকে চার্টার ফ্লাইটের পরিবর্তে কমার্শিয়াল ফ্লাইটে রূপান্তর করা গেলে, হজের খরচ কমবে। পাশাপাশি সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা কম খরচে দেশে ঘুরে যেতে পারবেন এবং বিমানের মুনাফাও বাড়বে।
