রবিবার থেকে এক ঘণ্টা বাড়বে মেট্রোরেল চলাচলের সময়

আগামী রবিবার থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়বে। অর্থাৎ, সকালে বর্তমান সময়ের চেয়ে আধঘণ্টা আগে চলাচল শুরু হবে এবং আর রাতে এখনকার সময়ের চেয়ে আধঘণ্টা বেশি চলবে।
বুধবার (১৫ অক্টোবর) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতিখার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, আগামী মাসের মাঝামাঝিতে মেট্রোরেলের ট্রিপের সংখ্যা বাড়ানো হতে পারে ডিএমটিসিএলের কর্মকর্তারা জানায়। ট্রিপ বাড়লে দুই ট্রেনের মধ্যে বিরতি অন্তত দুই মিনিট কমে যাবে।
ইফতিখার হোসেন বলেন, 'রবিবার থেকে আধাঘণ্টা আগে চলাচল শুরু হবে। তবে মেট্রোরেলের ট্রিপ বৃদ্ধির জন্য আরও কিছু কাজ করতে হবে। একই সঙ্গে আরও কিছু পরীক্ষামূলক কাজও করতে হবে। তারপর জানা যাবে কবে থেকে ট্রিপ বৃদ্ধি করা সম্ভব হবে।'
প্রসঙ্গত, বর্তমানে শনি থেকে বৃহস্পতিবার (সপ্তাহে ৬ দিন) উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে দিনের প্রথম ট্রেন ছাড়ে। আগামী রোববার নতুন সূচিতে চলাচল শুরু হলে সকাল ৬টা ৪০ মিনিটে এই স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে। এছাড়া, এখন উত্তরা উত্তর স্টেশন থেকে রাত ৯টায় শেষ ট্রেন ছাড়ে। নতুন সূচিতে রাত সাড়ে ৯টায় শেষ ট্রেন ছাড়বে।