মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি, ট্রেন চলাচল বন্ধ
মেট্রোরেলের ছাদে দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আজ রোববার রাতে এ ঘটনা ঘটে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ আছে।
পরে পৃথক বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল আরও জানায়, আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে।
এর আগে ডিএমটিসিএলের একটি সূত্র জানিয়েছিল, আজ রাত ৮টা ৫ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। একজন ট্রেনের ওপরে উঠেছে। আরেকজন রেললাইনে নেমে দৌড় দিয়েছে। তার খোঁজ চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক দেরি হতে পারে।
