মেট্রোরেল বন্ধের ঘোষণা কর্মীদের, কর্তৃপক্ষ বলছে ‘চলাচল স্বাভাবিক থাকবে’
চাকরি-বিধিমালা বাস্তবায়ন না হওয়ায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, মেট্রোরেল চলাচল নির্ধারিত সময়সূচি অনুযায়ী স্বাভাবিক থাকবে। ফলে শুক্রবার মেট্রোরেল চলাচল নিয়ে এক ধরণের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৯ ডিসেম্বরের মধ্যে স্বয়ংসম্পূর্ণ চাকরি-বিধিমালা প্রণয়ন ও প্রকাশের আল্টিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন তারা। ফলে সব ধরনের যাত্রী সেবা বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন ডিএমটিসিএল প্রধান কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিও পালন করা হবে।
কর্মীদের এমন ঘোষণার পরেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এমআরটি লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক মো. আহসান উল্লাহ শরিফী বলেন, 'মেট্রোরেল নির্ধারিত সময়সূচি অনুযায়ী নিয়মিত চলাচল করবে।'
